ঢাকা (দুপুর ২:১৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সমন্বিত পানি সম্পদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৬:৩৫, ১৫ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় পৌর এলাকার কল্যানপুর হর্টিকালচার সেন্টারের হলরুমে এক দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প।

এ সময় ডাসকো, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদও উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাসকোর সম্বন্বয়কারী মো. সেলিম, সিএসই মো.ওহাব রিপন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. পলাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নওসেদ আলী, ইউপি সদস্য আবু সালেহ আল হাম্মাদ রাজিব প্রমুখ।

কর্মশালায় পানির সুষ্ঠু ব্যবহার ও ভূগর্ভস্থ পানির ব্যবহার রোধকল্পে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা ভিশন পরিকল্পনা বাস্তবায়নের পানি সম্পদ ব্যবস্থাপনা গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আর তাই প্রত্যেককে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে বেশি বেশি প্রচারের ব্যবস্থা করার প্রতি আহবান জানানো হয় কর্মশালায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT