ঢাকা (সকাল ১১:১৬) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ কর্মী নয়ন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১১:১৯, ১৪ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নয়নকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার নিমতলা মোড় এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড কলোনীপাড়া এলাকাবাসী। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এসে এক মানববন্ধনে মিলিত হয়।

এ সময় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর নিখিল, নিহত নয়নের পিতা মো. লিয়াকত আলী ও মাতাসহ এলাকাবাসী।

বক্তারা বলেন, গত ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আযহার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় একদল স্বশস্ত্র সন্ত্রাসী ১৫ নং ওয়ার্ডের ১নং কলোনী পাড়ার মো. লিয়াকত আলীর বড় ছেলে পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নয়ন আলীকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু কি কারণে এই হত্যাকান্ড; তা আজ চার দিন অতিবাহিত হলেও প্রশাসন তা উদঘাটন করতে পারেনি।

তবে এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৬ জন আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও এই হত্যাকান্ডের সাথে জড়িত মূল হোতা পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল এবং যুবলীগ কর্মী মেরাজসহ গাফফার, শিমুল ও সোহেলকে গ্রেফতারতো দূরের কথা আটক পর্যন্ত করতে পারেনি।

আর তাই আরামবাগ-ফকিরপাড়া এলাকা তথা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা, খুন, চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনাসহ নয়ন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের জোর দাবী জানান এলাকাবাসী। আর হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে না আসলে, আগামীতে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানানো হয় মানববন্ধন থেকে।

পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT