ঢাকা (রাত ৯:৫৫) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে শুভ মহালয়া অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০১:১৭, ২৬ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে শুভ মহালয়া ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে সবুজ সংঘের মোড় থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

মঙ্গল যাত্রার শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বেলে এই দিনের কার্যক্রমের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্যাম কিশোর দাস গোস্বামী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার  সভাপতি ও সার্বজনীন পূজা কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ ব্রাহ্মণ সংসদের সদস্য সচিব রানা প্রতাপ আচার্য প্রমুখ।

এদিকে সার্বজনীন দুর্গা মন্দিরের ৮০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় ঢাক, ঢোল, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে হিন্দু ধর্মালম্বীরা অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT