ঢাকা (সকাল ৭:৪৯) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ১১:৩৩, ২ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোফাজ্জল হকের ছেলে রুহুল আমিন মাষ্টার (৭০)।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে; দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ছোট ভাই মোজাম্মেল হক বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করলে; রুহুল আমিন গুরুতর আহত হয়।

এসময় তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তিনি মারা যান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, আমি ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT