ঢাকা (সকাল ৮:৩৫) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলায় নতুন চমক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বিকেল ০৫:১৫, ১২ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৩ তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার। আর এই বিজ্ঞান মেলায় নবাবগঞ্জ সিটি কলেজের এক শিক্ষার্থী সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন। যার নাম দেয়া হয়েছে “এফ এস এইচ” অর্থাৎ ফারমার্স স্মার্ট হেলমেট।

আবু সাঈদ নামে নবাবগঞ্জ সিটি কলেজের এই উদ্ভাবক জানান, গ্রীষ্মকালে প্রখর রোদে মাঠে কাজ করতে কৃষকদের কষ্ট হয়। আর এ চিন্তা থেকেই আমি কৃষকদের জন্য হেলমেট তৈরির পরিকল্পনা করেছি। হেলমেট তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪ ভোল্টের একটি মোটর, পাখা, ব্যাটারি, সোলার প্যানেল, বৈদ্যুতিক তার ও একটি লাইট। অর্থাৎ মোট ৬টি উপকরণে তৈরি হবে কৃষি বান্ধব ফারমার্স স্মার্ট হেলমেট।

সিটি কলেজের ওই শিক্ষার্থী আরও বলেন, এখানে এমন কৃষি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেন কৃষক জমিতে কাজ করার সময় মাথায় পরে কাজ করতে পারবেন। হেলমেট পরলে পাখা থেকে বাতাস পাবেন। ফলে কৃষি কাজে বিঘ্ন ঘটবে না। এছাড়া কৃষকরা রাতেও হেলমেট পড়ে তাদের কর্ম নিশ্চন্তে করতে পারবেন কারণ কৃষক বান্ধব এই হেলমেটে দেয়া হয়েছে একটি লাইট। তাছাড়া মোবাইল চার্জ করার সুবিধাও রয়েছে ওই হেলমেটে।

এ বিষয়ে নবাবগঞ্জ সিটি কলেজের সমাজকর্ম বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রায়হানুল মুনির ইসলাম বলেন, আমাদের কলেজের শিক্ষার্থী আবু সাঈদ। সে তার মেধা দিয়ে কৃষকদের জন্য নতুন যে প্রজেক্ট উদ্ভাবন করেছে তা কৃষকদের জন্য খুবই উপকারী। কৃষকরা হেলমেটের লাইট দিয়ে রাতে কাজ করবে, আবার গরম অনুভব করলে পাখা দিয়ে বাতাস উপভোগ করতে পারবে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর সরকারের মাধ্যমে দেশি-বিদেশি কোম্পানি যারা কৃষি নিয়ে কাজ করে বিভিন্ন কৃষি উৎপাদন তৈরী করে তারা এই ধরনের উদ্ভাবনে বিনিয়োগ করলে এটা জেলার জন্য সুনামের পাশাপাশি একটা বড় অর্জণ নিয়ে আসবে।

বুধবার (১২ জানুয়ারি) জেলার সদর উপজেলা হল রুমে ৪৩তম দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার প্রথম দিনে এ প্রজেক্টের প্রদর্শনী করা হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT