চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় নিয়ে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার রাত ১১:৩৫, ২৭ ডিসেম্বর, ২০২১
সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন করনীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শহরের প্রফেসর পাড়ায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর রাজশাহী জোনের জোনাল ম্যানেজার সুফিয়া বেগমের কর্মশালার সভাপতিত্ব করেন। কর্মশালায় অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসি’র প্রোগ্রাম অফিসার মনজুর রহমান।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল শিক্ষক, নারী নেত্রী, যুব প্রতিনিধি, কাজি সমিতির সভাপতি, স্বেচ্ছাসেবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেয়।
কর্মশালায় বাল্যবিয়ে বন্ধে করণীয়, চ্যালেঞ্জ মোকাবেলা ও বাল্যবিয়ে হ্রাস করতে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।