চাঁপাইনবাবগঞ্জে এসিডির সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার রাত ১০:০৬, ১৫ নভেম্বর, ২০২০
করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটকালীন সময়ে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সুরক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
রোববার বিকেল ৪ টায় আরএসডিএফ এর কনফারেন্স রুমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. সাহিদা আখতার, এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম পায়েল, আরএসডিএফ এর নির্বাহী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম বাবু খান, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মো.রায়হানুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন প্রমুখ। ব্র্যাকের সহযোগিতায় ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট-এসিডির আয়োজনে ২০০ জন সুবিধা বঞ্চিত নারী ও কিশোরীদের মধ্যে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
পরে একই স্থানে অভিভাবকদের সাথে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মো. রায়হানুল ইসলাম।