ঢাকা (বিকাল ৪:৩০) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন:-নানক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ১১:১১, ২৬ নভেম্বর, ২০২১

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নিজ এলাকার অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দিন। কারন নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নৌকার ছায়াতলে এসে দেশের উন্নয়নের অংশীদার হন। গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি আস্থা রাখুন।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মো. মোখলেসুর রহমানের সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় নৌকা প্রতীকের বিদ্রোহীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা সভানেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন, অসম্মান করেছেন, আওয়ামীলীগে তাদের দরকার নাই। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেনি, তাহলে আগামীতে দলও তাদের প্রতি আস্থা রাখবে না। ভবিষ্যতে দলে তাদের কোন জায়গা হবে না। নৌকা প্রতীকের বিরোধিতা করার চরম মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, সারাদেশে যেখানে নৌকার জয়জয়কার, সেখানে চাঁপাইনবাবগঞ্জে নৌকার ভরাডুবি। সংসদীয় আসনে, উপজেলা, পৌরসভা সবকিছুতেই নৌকার বাইরের লোকজন বিজয়ী হয়েছে। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার জয়রথ শুরু করুন। নৌকা বিজয়ী হলে জেলা শহরে পাল্টে যাবে উন্নয়নের চিত্র। প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেয়ার জন্য নিরলসভাবে কাজ করতে উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামীলীগ সরকারের সময়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, সদর উপজেলার দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়নের সাথে জেলা শহরের সংযোগ করতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়ে ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেছেন। এমনকি সেতুটি জনগণের কথা ভেবে টোলমুক্ত করা হয়েছে। জেলার মানুষের চিকিৎসার কথা ভেবে প্রধানমন্ত্রী ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল উপহার দিয়েছেন। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০০ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়েছে। আওয়ামীলীগ সরকার ছাড়া কেউ কোন উন্নয়ন কাজ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে জনসভার প্রধান বক্তা ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসীসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT