ঢাকা (দুপুর ১:০২) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ঘরের ছাদ ভেঙ্গে এক শিশুর মৃত্যু

তহিদুল ইসলাম রাসেল,চট্টগ্রাম তহিদুল ইসলাম রাসেল,চট্টগ্রাম Clock বুধবার রাত ১১:১৯, ৪ মে, ২০২২

চট্টগ্রামে সেমিপাকা ঘরের ছাদ ও দেয়াল ভেঙ্গে রুদ্র দাশ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুদ্র দাশ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পাড়ার সুকুমার দাশের ছেলে।

মঙ্গলবার (৩ মে) দিবাগত রাতে আকবরশাহ থানা, উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি, ঈশান মহাজন রোড এলাকার একটি কলোনিতে এ ঘটনা ঘটে।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী জানান, সেমিপাকা ঘরের সাইড ওয়াল পিলারসহ ছাদের ওপর ভেঙ্গে পড়ে। ছাদ ভেঙে শিশুটির উপর পড়লে সে গুরুতর আহত হয়।

নগরীর পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, রাত ২টার দিকে আকবরশাহ থানা এলাকা থেকে রুদ্র দাশ নামে এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT