ঘুর্ণিঝড়ে ধর্মপাশার দুটি গ্রামে ১৪টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত
নিজস্ব প্রতিনিধি শনিবার সন্ধ্যা ০৭:০৮, ২৭ জুন, ২০২০
মেবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় ও নূরপুর গ্রামে আজ শনিবার সকালে ঘূর্ণিঝড়ে ১৪টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সকাল নয়টা ১০মিনিটে এই র্ঘূণিঝড়টি শুরু হয়ে তা সকাল সাড়ে নয়টা পর্যন্ত স্থায়ী ছিল।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি ইউএনও স্যারকে জানিয়েছি।
ইউএনও মো.মুনতাসির হাসান মেঘনা নিউজকে বলেন, ঘুর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে এ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানকে বলেছি। রিপোর্টটি পাওয়ার পর এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।