গৌরীপুর ইউএনও’র উপহারের স্কুলড্রেস পেয়ে খুশি শিক্ষার্থীরা
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার রাত ১০:৪০, ২৬ সেপ্টেম্বর, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের নতুন স্কুলড্রেস উপহার দিয়েছেন ইউএনও হাসান মারুফ। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শেখ লেবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দশ শিক্ষার্থীর হাতে উপহারের স্কুলড্রেস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। নতুন স্কুলড্রেস উপহার পেয়ে শিক্ষার্থীরা হয়েছেন খুশি।
জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এসময় বিদ্যালয়ে শ্রেনিকক্ষে দরিদ্র পরিবারের কিছু মেধাবী শিক্ষার্থীর স্কুলড্রেস না থাকার বিষয়টি তার নজরে আসে। পরে শিক্ষার্থীদের নতুন স্কুলড্রেস দেয়ার কথা দেন তিনি।
শিক্ষার্থীদের দেয়া কথা রাখতে সোমবার দুপুরে ইউএনও দশজন শিক্ষার্থীর নতুন স্কুলড্রেস নিয়ে বিদ্যালয়ে হাজির হন। ইউএনও’র কাছ থেকে স্কুল ড্রেস উপহার পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠে।
স্কুলড্রেস উপহার পাওয়া শিক্ষার্থীরা হলেন শিশু শ্রেণির সানজিদা, ইব্রাহিম, প্রথম শ্রেণির ইমরান, দ্বিতীয় শ্রেণির সামীউল, শফিকুল, উর্মি, রুবি, মারিয়ম, সাদিয়া ও চতুর্থ শ্রেণির আসিফ।
ইউএনও হাসান মারুফ বলেন; বিদ্যালয় পরির্দশনকালে স্কুলড্রেস না থাকায় প্রান্তিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মন খারাপের বিষয়টি নজরে আসে। পরে নিজের বেতনের টাকায় দশজন মেধাবী শিক্ষার্থীকে স্কুলড্রেস উপহার দেই। উপহার পাওয়ার পাওয়ার পর তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার ও বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ।