গৌরীপুরে ৫৭ জন করোনাযোদ্ধাকে সংবর্ধনা প্রদান
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ রবিবার রাত ০১:৩৬, ৩ এপ্রিল, ২০২২
করোনার প্রাদুর্ভাবের সময় ময়মনসিংহের গৌরীপুরে সামনের সারিতে থেকে কাজ করেছেন এমন সব করোনা যোদ্ধাদের মধ্য থেকে ৫৭ জনকে সংবর্ধিত করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি’” এর উদ্যোগে গৌরীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে করোনা যোদ্ধাদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সংগঠনের প্রধান সমন্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী প্রমুখ।
ইকবাল হোসেন জুয়েল বলেন, করোনাকালে সামনের সারিতে থেকে জন-প্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ করেছেন। তাদেরকে সম্মানিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।