ঢাকা (সকাল ১১:৩৭) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার দুপুর ০২:৪৭, ৭ নভেম্বর, ২০২০

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও সমবায় অফিস এবং সমবায়ীবৃন্ধের যৌথ উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) জাতীয় পতাকা-সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কলাবাগান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর সদস্যদের গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাতের সভাপতিত্বে সান বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি ও সাংবাদিক ওবায়দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় কুরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় পরিদর্শক মোঃ আঃ লতিফ, গীতা পাঠ করেন বিলকাইলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি প্রদীপ মিশ্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার ফাহমিদা আক্তার লীমা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও উপজেলা দুপ্রক এর সভাপতি মোঃ মতিউর রহমান, কাউরাট মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ফারহানা রহমান বিউটি প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক রইছ উদ্দিন, রায়হান উদ্দিন সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রাখিবুল ইসলাম রাখিব, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক উমর ফারুখ স্বাধীন এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT