গৌরীপুরে হতদরিদ্র নারী-পুরুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সহনাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বৃহস্পতিবার রাত ০৮:১১, ১৯ নভেম্বর, ২০২০
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন কার্যালয়ে বুধবার (১৮নভেম্বর) ২০ জন হত হত দরিদ্র নারী-পুরুষদের মাঝে বিশটি সেলাই মেশিন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।
সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান গোলাপের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগ ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডালেস, সহনাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, তারা হলেন ঘাটেরকোণা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে রুহুল আমিন, দৌলতাবাদ গ্রামের আফতাব উদ্দীনের ছেলে সাফায়াত, হেপী আক্তার, সহনাটী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোঃ শহীদ মিয়া, আকবর আলীর ছেলে মোঃ গোলাপ মিয়া, মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হেলিম, শামছু মিয়ার ছেলে মোঃ জালামিন, মনফর আলীর ছেলে মোঃ আবুল হোসেম, আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান, আনোয়ারা, শরীফা আক্তার, মোতালেব মিয়ার ছেলে সোহেল মিয়া, পল্টিপাড়া গ্রামের বিউটি, মৃত আব্দুল বারেকের ছেলে মঞ্জু মিয়া, পাপিয়া আক্তার, লাটুরপায়া গ্রামের পারভীন, হতিয়র গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ ইলিয়াস কাঞ্চন, শাহাবাজপুরের স্বপ্না আক্তার, সানিয়া পাড়া মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুস সাত্তার, ভালুকাপুর গ্রামের খোকন চন্দ্র দত্তের ছেলে কাজল চন্দ্র দত্ত।
দরিদ্র জনগোষ্ঠী সুন্দর সুস্থ জীবনের পথে এগিয়ে চলার বিকল্প উপার্জনের জন্য বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের এ কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীরা এ উপহার পেয়ে হাসিমুখে বলেন, আমরা এ সেলাই মেশিন পেয়ে খুবই উপকৃত হয়েছি ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।