ঢাকা (রাত ১২:১৮) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১১:৪৮, ১৬ জুন, ২০২২

বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উদ্যোগে, বৃহস্পতিবার (১৬ জুন) পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে, স্কাউটসের ২১৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় কোর্সের শুভ উদ্বোধন করেন, উপজেলা স্কাউটসের সভাপতি ইউএনও হাসান মারুফ।

স্কাউটসের সাধারণ সম্পাদক লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দেওয়ান কামরুল হাসান খান কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, স্কাউটসের সহ-সভাপতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, স্কাউটের উপজেলা কমিশনার মো. আমজাত হোসেন খান, সহকারী কমিশনার একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, উপজেলা স্কাউট লিডার একেএম সাইফুল হক, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, সহকারী লিডার ট্রেনার বিদ্যুৎ কুমার নন্দী, সহযোগি সদস্য মো. ইমাম হোসেন, মো. মুরাদ হোসেন প্রমুখ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

কোর্সটিতে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীবৃন্দ আগামীতে স্কাউটের বেসিক কোর্সে অংশগ্রহণ করে নিজ প্রতিষ্ঠানের স্কাউট দল পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT