ঢাকা (ভোর ৫:২৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সাবেক ভিপি আ.লীগ নেতা দেওয়ান কাঞ্চন খান আর নেই

শোক সংবাদ ২৪২০ বার পঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ১০:৪৭, ৬ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি, মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা গৌরীপুর স্টেশন রোড এলাকার দেওয়ান কাঞ্চন খান (৬৫) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের প্রথম জানাযার নামাজ সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ও ২য় জানাযার নামাজ মাওহা ইউনিয়নে কিল্লাতাজপুর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

দেওয়ান কাঞ্চন খান তার জীবদ্দশায় গৌরীপুর সরকারি কলেজের ভিপি ও মাওহা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়া গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেওয়ান কাঞ্চনের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT