গৌরীপুরে শিকারীদের হাত থেকে জব্দকৃত পাখি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শুক্রবার রাত ১০:১৫, ২০ নভেম্বর, ২০২০
শীত মৌসুমে সুদূর সাইবেরিয়ার তীব্র শীত থেকে বাঁচতে পৃথিবীর বিভিন্ন দেশে উড়ে আসে নানান ধরণের পাখি। এসময় অসংখ্য অতিথি পাখিও ছুটে আসে বাংলাদেশে। এসব পাখি দেশের বিভিন্ন নদী-নালা, খাল-বিলে, মুক্ত জলাশয়ে কিংবা সবুজের সমারোহ বিভিন্ন বন-জঙ্গলে বিচরণ করে থাকে। এ পাখিগুলোর কল-কাকলী শুনতে যেমন মানুষ উদগ্রীব থাকে তেমনি কিছু মানুষরোপী লোভী শিকার করতে ব্যস্ত হয়ে পরে। শিকারকৃত পাখিগুলোর মাংস ভক্ষন করে বা বাজারে বিক্রয় করে।
সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারেও শুক্রবার (২০ নভেম্বর) পাখি শিকারীরা তাদের শিকার করা পাখি বিক্রয় করতে আসার খবরে গৌরীপুর বন বিভাগ এগুলো জব্দ করে। পরে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জব্দকৃত পাখিগুলোকে বিকালে উপজেলা পরিষদ ভবনের ছাদে অবমুক্ত করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের আইনে পাখি শিকার, বিক্রয় বা সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। শীত মৌসুমে আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে, এসব পাখিদের নিরাপদ আশ্রয় দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কেউ পাখি শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর বন বিভাগের প্রতিনিধি আব্দুল মান্নান, সাংবাদিক আরিফ আহম্মেদ প্রমুখ।