গৌরীপুরে মধুমাস উপলক্ষে ফল উৎসব অনুষ্ঠিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার রাত ০১:১৭, ১৪ জুন, ২০২২
মধুমাস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৩ জুন) গৌরীপুর লেডিস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণিল আয়োজনে ফল উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, পেপে, লিচু, লটকন, আনারস, কলা জামরুল সহ ২০ প্রজাতির ফল প্রদর্শনীর পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের ফল খাওয়ানো হয়। পরে অতিথিদের অংশগ্রহণে পিলো পাসিং ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, ফল খেলে বল বাড়ে। ফল আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় যেকোন ধরণের একটি ফল অবশ্যই থাকা উচিৎ।
লেডিস ক্লাবের সভাপতি মিসেস নুসরাত মারুফ বলেন, জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানা ধরনের ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এই ফল উৎসবের আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ।