ঢাকা (রাত ১:৪০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গৌরীপুরে বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবনের উদ্বোধন

গৌরীপুরে বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবনের উদ্বোধন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার ১২:৪০, ২৫ জুন, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে তালে হোসেন উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে এ সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশিম, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আজিজুল হক, মোঃ আঃ রাজ্জাক খান, মোঃ খন্দকার সোহরাব হোসেন, সাবেক উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাগরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, ২০১৬ সালে বিদ্যালয়টির চারতলা ভবনের নিচতলা ভবন নির্মাণ করা হয়েছিলো। ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) বিদ্যালয় ভবনটির উর্দ্ধমুখী সম্প্রসারণ করে চারতলা পর্যন্ত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT