ঢাকা (সকাল ৬:০৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে নার্সের বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:৪০, ২৪ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রওশন আরার বাসা থেকে দিনে-দুপুরে দুই লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১ টার দিকে গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকায় এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।

এ ঘটনাটি নিশ্চিত করে উল্লেখিত নার্সের ছোট ভাই বাবলু মল্লিক জানান, ঘটনার দিন ভাগ্নে সৈকতকে বাসায় রেখে আপা হাসপাতালে ডিউটিতে ছিলেন। দুপুরে বাসায় তালা মেরে ভাগ্নে মসজিদে গিয়েছিল যোহরের নামাজ পড়তে। এ সুযোগে চোর বাসার দরজার তালা ভেঙ্গে ভেতর ঢুকে দুই লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT