ঢাকা (দুপুর ২:১৬) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে নবনির্মিত ভবনের শুভ উদ্ভোধন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার বিকেল ০৫:৫২, ২৪ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ২টায় অবদান কিন্ডারগার্টেন ও রাইয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের নব নির্মিত ভবনের শুভ উদ্ভোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া-মাহফিল করা হয়েছে। নবনির্মিত ভবনের শুভ উদ্ভোধন করেন গৌরীপুর থেকে নির্বাচিত ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার। উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। প্রত্যাশা রাখি স্কুলটি এ এলাকার কোমলমতিদের সঠিক শিক্ষা দিতে পারবে এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের ভবিষ্যত কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, প্রতিষ্টানের সভাপতি হাজী আফজাল হোসেন, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, মাওহা আ’লীগ নেতা দেওয়ান খসরুজ্জামান খান বাবুল, রফিকুল ইসলাম পুতল, শহরবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক শাহজাহান কবির, মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সোহেল রানা, ভ‚টিয়ারকোনা বাজার কমিটির সভাপতি বাবলু মিয়া, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য মতিউর রহমান এন্টেশ মিয়া, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আশরাফুজ্জামান গোলাপসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT