ঢাকা (রাত ১০:১৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে গ্রামবাসীদের নিয়ে জয়নালের মতবিনিময়

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার বিকেল ০৪:৫৪, ২৯ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আসন্ন অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জয়নাল আবেদীন অচিন্তপুর ইউনিয়নে গাগলা গ্রামের জোবাইদা ফরাজী নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিকেলে নিজ গ্রামের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় গাগলা গ্রামের আব্দুল মজিদের সভাপতিত্বে ও নূর মোহাম্মদ রাজা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শহীদ মিয়া, সাবেক ইউপি সদস্য জামাল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আলাউদ্দিন মাস্টার, হাফেজ চাঁন মিয়া, হাফেজ মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক রফিক মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ মতবিনিময় সভায় জয়নাল বলেন, আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমি এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীক পাবো এবং বিজয়ী হবো। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের দুঃসময়ে দলকে সংগঠিত করে রাজনৈতিক কর্মকান্ড করেছি, আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি প্রত্যেকটি সংগঠনের কর্মকান্ডে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছি এবং অংশগ্রহণ করে থাকি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT