ঢাকা (রাত ৮:১২) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

গুজবে ভাসছে দেশ, শঙ্কিত সাধারণ মানুষ!!!

<script>” title=”<script>


<script>

মহামারী থেকে মুক্তির আশায় গতরাতে সারাদেশে একযোগে আযান দেওয়া হয়েছে।

এটা মুস্তাহাব আমল। দোয়া করি মহান আল্লাহ্‌ পাক যেনো দ্রুত আমাদেরকে এই দানব করোনাভাইরাস থেকে মুক্তি প্রদান করেন। আমিন।

এটা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নয়। ধর্মীয়ভাবে আলেম ওলামাগণ এবং ধর্মীয় ভাবে মহামারি থেকে মুক্ত হতে আযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন কোনো মহামারি আসে তখন আযান দিয়ে মহামারি থেকে পরিত্রাণ চাওয়া একটি সুন্নাত পদ্ধতি। রদ্দুল মুখতার, ফতোয়ায়ে শামী, জা আল হক, শরহে আবু দাউদ শরীফে উল্লেখ আছে-

★রাসূলে করীম (ﷺ) এরশাদ করেন-
“اِذَا اُذِّنَ فِیْ قَرِیَةٍ اٰمَنَھَا اللہُ مِنْ عَذَابِهٖ فِیْ ذٰلِكَ الْیَوْمِ”

-যখন কোন গ্রামে আযান দেয়া হয়,তখন মহান আল্লাহ (ﷻ) সেদিন ওই গ্রামকে তার আযাব থেকে নিরাপদে রাখেন।সুবহান আল্লাহ!
[আল-মু’জামুল কবীর-১/২৫৭ হাদিস ৭৪৬ মুদ্রণ: মাকতাবায়ে ফয়সলীয়া, বৈরুত।

১০ জায়গায় আজান দেওয়া মুস্তাহাব

১, সন্তান জন্ম নিলে
২,কোন মহামারী দেখা দিলে
৩, আগুন লাগলে
৪, জ্বিন দূরীভূত করা
৫, মানসিক রোগী
৬, কেউ রাস্তা হারিয়ে ফেললে।
৭,কোন হিংস্র জানোয়ার এর আক্রমণ রোধ করার জন্য।
৮, কেউ অতিরিক্ত রাগান্বিত হলে
৯,কোন এলাকায় মহা দুর্ভিক্ষ দেখা দিলে
১০, ইন্তেকালের পর কবরের পাশে।

[বিঃদ্রঃ আজানে ‘হাইয়্যা আলাস সালাহ্’ ও ‘ হাইয়্যা আলাল ফালাহ্’ ব্যাতিত বাকি শব্দগুলো উচ্চারিত হবে]ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত একটা নির্দিষ্ট সময় (রাত ১০টা) নির্ধারন করেছেন। তাছাড়া- আজকে জুম’আ রাত্র দোয়া কবুলের রাত্র।তাই, দেশের বেশ কয়েক জায়গায় একযোগে আজান দেয়া হয়।

এর আগে নবজাতকের মুখে আজান দেওয়া ও চা পান করার উপদেশ এর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT