ঢাকা (রাত ১১:১৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গাইবান্ধায় লাগামহীন পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০২:০০, ১৬ নভেম্বর, ২০১৯

তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, গত দু-তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৫০ টাকা থেকে ৬০ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে।

জেলা শহরের পুরাতন বাজার-হকার্স মার্কেট, নতুন বাজারের আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণ পেয়াজের মজুদ নেই।

খুচরা বিক্রেতারা প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করছে। গ্রামগঞ্জে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

এদিকে দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ না কিনে অল্প পরিমাণে পেঁয়াজ কিনছেন।

অন্যদিকে দোকানদারদের বিক্রিও কমে গেছে। দোকানদারসহ সাধারণ ক্রেতারা পেঁয়াজের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT