গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০১:২৩, ২ মে, ২০২২
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে কর্মস্থল ছাড়ছেন নগরবাসী। তাতে ভিড় কমতে শুরু করেছে রাজধানীর মার্কেটগুলোতে। এই সুযোগে অনেকটা স্বস্তিতেই কেনাকাটা সারছেন রাজধানীবাসী।
ঈদে বাড়ি যাচ্ছে মানুষ। ফলে রাজধানীর মার্কেট ও শপিংমলে কমতে শুরু করেছে ক্রেতার ভিড়। তারপরও মাঝরাত পর্যন্ত খোলা থাকছে রাজধানীর বেশিরভাগ শপিংমল। চলছে বেচা-কেনা।
মূলত যারা রাজধানীতে রয়ে গেছেন তারাই এখন ঢু মারছেন বিভিন্ন মার্কেটে। যানজট না থাকায় স্বচ্ছন্দে ঘুরছেন তারা।
তবে, রাজধানীর নিউমার্কেট এলাকার চিত্র ঠিক উল্টো। বেচাকেনা জমে ওঠায় বেশ ব্যস্ত সময় পার করছে রাজধানীর নিউ মার্কেট এলাকার বিপণিবিতানগুলো। গভীর রাত পর্যন্ত সেখানে উপচেপড়া মানুষের ভিড়।
ঢাকার নিউ মার্কেট সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন জানান, বেশ কয়েক দিন ধরে মার্কেটে উপচেপড়া ভিড় থাকলেও যে প্রত্যাশা ছিল শেষ পর্যন্ত ৬০ শতাংশ পূরণ হতে পারে।
গত কয়েকদিন বেচাকেনা আশানুরূপ হলেও ব্যবসায়ীদের আশা, চাঁদরাত পর্যন্ত চলবে এমন বিকিকিনি।