গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে
ডেক্স রিপোর্ট বুধবার রাত ০৮:২৭, ২৫ আগস্ট, ২০২১
দেশে ওয়ার্ড পর্যায়ে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী ৭ সেপেম্বর শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, আগামী ৩০ আগস্ট সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে। আগের আরও ৩৫ লাখ ডোজ মজুত রয়েছে। ৭ সেপ্টেম্বরের আগে যদি সাত-আট লাখ ডোজ টিকা দেওয়া হয় তবুও গণটিকার প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে।
বুধবার (২৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপোতে (সিএমএসডি) কোভিড-১৯ মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। দেশের স্বনামধন্য এ চিকিৎসকের উদ্যোগেই প্রবাসীরা করোনা মোকাবিলায় উপহার হিসেবে ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন দেশে পাঠান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, পোর্টেবল ভেন্টিলেটর মেশিনগুলো দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।