ঢাকা (সকাল ১০:৫৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

খেলার মাঠে ফিরে এসেছে প্রাণের স্পন্দন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ০১:০৪, ২ অক্টোবর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া ইউনিয়নে বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ মাঠে দি বেস্ট ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।শুক্রবার (১লা অক্টোবর) বিকেলে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর বনাম রংপুর সদর।

এসময় অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন দি বেস্ট ফুটবল টুর্নামেন্টের এর প্রধান পৃষ্ঠপোষক ও পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম,হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি শায়খুল ইসলাম নয়া, বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শাহীন সরকার, শ্রী অমল চন্দ্র, দি বেস্ট মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী মেডিকেল অফিসার শরীয়ত উল্লাহ,আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, গ্রাজুয়েট ক্লাব হাতিয়ার সমন্বয়ক আব্দুর রাজ্জাক সরকার, শিক্ষক আমিনুল ইসলাম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী অপিজল হক প্রমুখ।

এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলার ৮ টি দল নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।১৩ নভেম্বর এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উদ্বোধনী ম্যাচে কুড়িগ্রাম সদরকে ১ গোলে পরাজিত করে রংপুর সদর জয়লাভ করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT