ঢাকা (রাত ১০:১৩) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবক নিহত

সিলেট জেলা ২৪৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:১২, ১০ জুন, ২০২০

 

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ      সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মিন্টু উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে বিছনাকান্দি সীমান্তের কুলুমছড়ার পাড় এলাকার ১২৬৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। নির্ভর সূত্রে জানা যায়, মিন্টু মিয়া বুধবার সকালে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে খাসিয়াদের বাগান থেকে আম কুড়াতে যান। এ সময় স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর পর খাসিয়ারা তার মরদেহ বাংলাদেশের সীমান্তের কাছে ফেলে রেখে যায়।
পরে বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন (সাবই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্প সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT