ঢাকা (রাত ৪:২৭) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খানা খন্দকে ভরা ভরা ঠাকুরগাঁও -রুহিয়া-আটোয়ারী পঞ্চগড় যাওয়ার মূল সড়ক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১০:৪৪, ১৯ জুন, ২০১৯

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় ১ কি. মি খানা খন্দকে ভরা ভরা ঠাকুরগাঁও -রুহিয়া-আটোয়ারী পঞ্চগড় যাওয়ার মূল সড়ক। ফলে জনসাধারণ রয়েছেন চরম ভোগান্তিতে। সরেজমিনে দেখা যায়, রুহিয়া করিম জুট মিল হতে মিশন রেলগেট পর্যন্ত ১ কি.মি রাস্তা অসংখ্য খানা খন্দকে ভরা। ঠাকুরগাঁও-রুহিয়া-আটোয়ারী-পঞ্চগড় যাওয়ার একমাত্র পাকা রাস্তা এটি। এই ১ কি.মি রাস্তার দুপাশে মেরামত হলেও অদৃশ্য কারণে মাঝখানে মেরামত হচ্ছে না। এতে জনসাধারণের মনে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। রুহিয়ার সামিউল, অনিক সহ আরো অনেকেই জানান, “একটু বৃষ্টি হলে এই রাস্তার মাঝে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচল সহ আমাদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

খানা খন্দকে ভরা ভরা ঠাকুরগাঁও -রুহিয়া-আটোয়ারী পঞ্চগড় যাওয়ার মূল সড়কএমনকি এখানে প্রায় সময় যানবাহন দূর্ঘটনার কবলে পতিত হচ্ছে। ঠাকুরগাঁও -১ আসনের মাননীয় এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়ি আমাদের এলাকায় হওয়া সত্বেও এই সামান্য কাজ টুকু কি কারণে হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়।” এ ব্যাপারে ১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন,“আমি জনগনের ভোগান্তির কথা চিন্তা করে রাস্তাটি মেরামতের বিষয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টিতে নিয়ে এসেছি।

আশা করি স্বল্প সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে।”




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT