ঢাকা (বিকাল ৪:৩২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

খানসামায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরো চার করোনা রোগী

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ১১:১৭, ১০ জুন, ২০২০

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় প্রাণঘাতি কোভিড-১৯ কে হার মানিয়ে আইসোলেশন কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরো চার করোনা রোগী। এর আগে গত ৪ জুন ২ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত ১২ জন রোগীর মধ্যে এযাবত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৬ জন করোনা রোগী। তারা হলেন উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরতশাহ পাড়ার একই পরিবারের জোবাইদুল ইসলাম (২৪), মুহসীন আলী (২৮), সাজেদা খাতুন (২৬) ও একই পাড়ার আসওয়াদ (২৩)। তারা সকলে নারায়নগঞ্জ ফেরত। তাদের গত ১৯ মে করোনা পসিটিভ হয়। এরপর তারা শাহ্পাড়া উচ্চ বিদ্যালয়ে আইসোলেশনে ছিলেন। ১০ জুন বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও সুস্থ হয়ে বাড়ি যাওয়ার ছাড়পত্র প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন করোনা রোগীর চিকিৎসা সংক্রান্ত মেডিকেল টিমের টিমলিডার ডাঃ ফারুক আহমেদ রিজওয়ান, মেডিকেল অফিসার নুর ফারিহা আইরিন ও শতাব্দী সাহা, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার প্রমুখ। করোনা পসিটিভ হওয়ার পর উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ইউনিয়ন পরিষদের সহযোগিতা ও ভালবাসা পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে জানান, আল্লাহ্ অশেষ রহমতে ও সকলের দোয়ায় চিকিৎসকদের পরামর্শে দিনে ৪/৫ বার গরম পানি পান ও গলগলা করা, লাল চা, ভিটামিন সি ও ডি, ক্যালসিয়াম, জিংক ঔষধ খেয়ে সুস্থ হয়েছি। ইউএনও স্যার ও হাসপাতালের চিকিৎসকরা সবসময় খোঁজ রাখতেন। তাঁরা ফলমূল ও খাদ্য আমাদের আইসোলেশন কেন্দ্রে পৌছে দিয়ে সর্বদাই সাহস দিয়েছেন। তারা সকলকে করোনায় আতংকিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। করোনা রোগীর চিকিৎসা সংক্রান্ত মেডিকেল টিমের টিমলিডার ডাঃ ফারুক আহমেদ রিজওয়ান বলেন, গত ১৯মে তাদের করোনা পসিটিভ রির্পোট আসে। পরে তাদের সকলকে আইসোলেশন কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাদের দুইবার ফলোআপ পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT