খানসামায় করোনা সন্দেহে নমুনা দেওয়ার একদিন পর বৃদ্ধার মৃত্যু
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার রাত ১০:২৮, ২৫ জুন, ২০২০
ভূপেন্দ্র নাথ রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় করোনা উপসর্গ নিয়ে নমুনা দেওয়ার একদিন পর সখিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পাকেরহাটের রিফুজিপাড়ার বাসিন্দা। তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগতেছিলেন। ঐ বৃদ্ধার নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার নমুনা দেওয়ার একদিন পর বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধাকে নিয়ে হাসপাতালে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ঐ বৃদ্ধা মৃত্যুবরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামসুদ্দোহা মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ বুদ্ধা কয়েকদিন ধরেই জ্বর, সর্দি ও শ্বাস-প্রশ্বাস ভুগতেছিল। পরে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। নমুনার দেওয়ার পরেরদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে আবারো নিয়ে আসলে বৃদ্ধার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপু্র এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মৃত্যুবরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসনের সহযোহিতায় পরিবারের লোকজন জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বৃদ্ধার নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করেছেন।