কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন জামিনে মুক্ত
কামরুজ্জামান শাহীন, ভোলা বুধবার সকাল ১১:৩২, ১ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন জামিনে মুক্তি পেয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) সন্ধা ৭ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে গত বরিবার ২৯ জানুয়ারী মহামান্য হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পেয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, যেদিন এদেশের গণতন্ত্র মুক্তি পাবে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে সেদিনই জাতীয়তাবাদী শক্তির সৈনিকরা মুক্তির স্বাদ পাবে। দেশের মানুষ এখন দুঃশাসনে বন্দি। এই বন্দিদশা থেকে মুক্তি পেতে আমাদেরকে তারেক রহমানের নির্দেশমত আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে এবং আমাদের ভোটাধিকার আদায় করতে হবে।
উল্লেখ্য-গত ৩ জানুয়ারী রাতে রাজশাহীর বিএনপির গণ সমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে সাভার আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদল সহ- সভাপতি নূরুল ইসলাম নয়নকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।