কুড়িগ্রামে ৪৯ তম সমবায় দিবস পালিত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম
শনিবার বিকেল ০৪:৪৩, ৭ নভেম্বর, ২০২০
কুড়িগ্রামে ”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে ৪৯ তম সমবায় দিবস পালিত হয়েছে।শনিবার সকাল ১০ টার সময় কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
অন্যান্যেদের মধ্য আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, জেলা সমবায় অফিসার এস.এম শহীদুল আলম, সমবায়ী মো. ফকরুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সমবায় দপ্তরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


