ঢাকা (সকাল ৯:২৪) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কুড়িগ্রামে সহকারীকে হত্যার অভিযোগে কাঠমিস্ত্রির মৃত্যুদণ্ড

<script>” title=”<script>


<script>

কুড়িগ্রামে  সহকারী‌কে বাটাল দি‌য়ে হত‌্যার অভিযোগে ক‌রিম মিয়া (৩৫) না‌মে এক কাঠ‌মি‌স্ত্রিকে ফাঁসি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ডের আদেশ দি‌য়ে‌ছেন কু‌ড়িগ্রাম জেলা জজ আদালত।

মঙ্গলবার (২২ সে‌প্টেম্বর) সকাল ১১টার দি‌কে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।নিহত আদম আলী উত্তর ভেলা‌কোপা এলাকার আবেদ আলীর ছে‌লে।মৃত‌্যুদণ্ডা‌দেশ প্রাপ্ত আসা‌মি ক‌রিম মিয়া কু‌ড়িগ্রাম পৌরসভার ভেলা‌কোপা দ‌ক্ষিণ মরাকাটা এলাকার কাছুয়া মামু‌দের ছে‌লে।

পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মামলা সূ‌ত্রে জানা যায়, ২০১১ সা‌লের ২০ ফেব্রুয়া‌রি সন্ধ‌্যায় কু‌ড়িগ্রাম পৌরসভার ভেলা‌কোপা দ‌ক্ষিণ মরাকাটা নামক স্থা‌নে পাওনা মজুরি চাওয়া‌য় ক‌রিম মিয়া তার সহ‌যোগী দিনমজুর আদম আলী (১৯) কে বাটাল দি‌য়ে পে‌টে ও মাথায় আঘাত ক‌রে গুরুতর জখম ক‌রে। এতে মুমূর্ষু অবস্থায় আদম আলী‌কে স্থানীয়রা হাসপাতা‌লে নি‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় নিহত আদম আলীর বাবা আবেদ আলী বাদী হ‌য়ে কু‌ড়িগ্রাম সদর থানায় ক‌রিম মিয়া‌র বিরু‌দ্ধে হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। দীর্ঘ ৯ বছর বিচা‌রিক প্রক্রিয়া শে‌ষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হ‌লো।

উল্লেখ্য,মামলায় রাষ্ট্রপ‌ক্ষে ছি‌লেন পি‌পি আব্রাহাম লিংকন। আসা‌মি প‌ক্ষে আইনজীবী ছি‌লেন রুহুল আমীন।

 

 

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT