ঢাকা (রাত ৩:১২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগ ও এমপিওভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৪:২১, ২৪ জুন, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন আর রশিদ এর পদত্যাগ ও প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বে-সরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম।

বুধবার(২৪ জুন ) সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিঠু, শিক্ষক নেতা নয়ন আহম্মেদ প্রমূখ।

এই করোনাকালীন সময়ে প্রায় ৫ হাজার শিক্ষক সরকারের কোন প্রকার অনুদান না পেয়ে মানবেতর জীবন করছেন। সংবাদ সম্মেলনে ২০১৮ সালের জনবল কাঠামো সংশোধন ও পর্যালোচনা কমিটিতে পর্যান্ত তথ্য ও উপাত্ত না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন আর রশিদ দায়িত্বহীনতা ও সহযোগীতা না করায় শিক্ষকগণ ভিসি’র পদত্যাগ দাবী করেন। ইতিপূর্বে প্রতিষ্ঠান সমূহ ৩ হাজার থেকে ১০ হাজার টাকা সম্মানি দিলেও বর্তমানে তাও বন্ধ রয়েছে। ৫ হাজার শিক্ষকের পরিবার পরিজনের কথা বিবেচনা করে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT