ঢাকা (সকাল ৯:০৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার বিকেল ০৪:০১, ৯ ফেব্রুয়ারী, ২০২২

উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, এমপিওসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও পার্শ্ববর্তি রাজারহাট উপজেলাতেও এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলার প্রায় ৩ শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা লিয়াকত আলী আকন্দ, আব্দুল কাদের, কাজী মো. আবুু তাহের, আলেফ উদ্দিন, আব্দুল জব্বার, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, ফজলে কাদের, সাইফুর রহমান, মর্জিনা বেগম, শাহিনা আক্তার প্রমূখ।

মাববন্ধনে বক্তারা, আগামী ১৬ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি এবং ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষনা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT