ঢাকা (সন্ধ্যা ৭:৩৯) বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের উলিপুরে গণধর্ষণের অভিযোগে আটক ৪

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৬:৫৪, ১০ অক্টোবর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে পালাক্রমে গণধর্ষণের অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।আটককৃত আসামীরা হলেন, কায়সার আলী (৪০),সোবহান আলী(৪২), মোমিনুল ইসলাম(৩৮) ও আবু বক্কর (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধুর সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ডেকে নেয় রবিউল।

পরে তার সহযোগি আবু বক্করকে সাথে নিয়ে ব্যটারীচালিত অটো রিকশা যোগে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট গ্রামের আবুল হোসেনের পুত্র মোমিনুলের বাড়িতে নিয়ে যায়। এরপর নির্জন বাড়িতে রবিউল ইসলামসহ আটক ৪জন ওই গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে।এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে উলিপুর থানায় মামলা করলে শনিবার দুপুরে ৪ জনকে আটক করে পুলিশ।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযুক্ত ৪ আসামীকে শনিবার দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মূলহোতা রবিউল ইসলাম কে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT