ঢাকা (সকাল ১০:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুলাউড়ায় বৃদ্ধ রঞ্জন বৈদ্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:০৯, ১১ জুন, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ    মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া এলাকা থেকে রঞ্জন বৈদ্য নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে, লাশের গলায় সাধারণ একটি কাপড়ের রশি পেচানো দেখে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে পুলিশ ও উপস্থিত লোকজনের মাঝে সন্দেহের দানা বেঁধেছে ।

মৃত রঞ্জন বৈদ্যের বড় ছেলে সঞ্জিত বৈদ্য জানান, তার বাবা একজন মানসিক রোগী ছিলেন। তিনি প্রায় সময় সবার অগোচরে আত্মগোপনে থাকতেন। গত দুই দিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার পাশের বাড়ির খড়ের ঘর থেকে তাহার পিতা রঞ্জন বৈদ্যকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তাহার পরিবারের লোকজন। আজ সকাল ৭টার দিকে তিনি কৃষির কাজে হাওরে চলে গেলে বাড়ি থেকে পিতার লাশ পাবার খবর পান। পরিবারের দাবী, তিনি গলায় ফাশ দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু গলায় ফাশের দৃশ্য দেখে মনে হচ্ছেনা এটা আত্মহত্যা, এমনটি জানান লাশ উদ্ধারে আসা কুলাউড়া থানার এসআই হারুন আল রশিদ এবং উপস্থিত আশে পাশের প্রতি বেশি লোকজন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT