কিশোরগঞ্জে একইদিনে করোনা উপসর্গসহ করোনাভাইরাসে আক্রান্ত মোট তিনজনের মৃত্যু
মোঃ কামরুজ্জামান রবিবার দুপুর ০১:২৩, ৭ জুন, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে টান সিদলা গ্রামের মো. মুখলেছুর রহমান (৭৬) নামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। অপর দিকে পৌর এলাকার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের জাহাঙ্গীর আলম উরফে শাজাহান (৬০) নামে আরেক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নুরু মিয়া নামে একব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে গেছে। শনিবার ( ৬ জুন ) মো. মুখলেছুর রহমান (৭৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। অপর দিকে জাহাঙ্গীর আলম উরফে শাজাহান (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া ভৈরবে নরু মিয়া নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। জানা যায়, বিকেলে বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, উপজেলার ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. খাইরুল ইসলাম, হোসেনপুর থানার পুলিশের উপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিম স্বাস্থ্য বিধি অনুসরণ করে তাদের দাফন সম্পন্ন করেছেন।