ঢাকা (রাত ১২:৪৬) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর দিতে হবে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়কেও

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার রাত ০২:২৩, ৪ জুন, ২০২১

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫% হারে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন,“প্রজ্ঞাপনের মাধ্যমে প্রযোজ্য সাধারণ করহার হ্রাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ থেকে উদ্ভূত আয়ের ১৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছিল। সংসদে আমি এ করহার অর্থ আইনের মাধ্যমে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।”

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট পাস হলে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের খরচ বাড়তে পারে।

অর্থমন্ত্রী আরও বলেন,“আগামী ২০২১-২২ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।”

এর আগে, বৃহস্পতিবার (৩ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১০ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হয়েছিল। তবে মামলার কারণে সেটি আটকে যায়। সেই মামলার নিষ্পত্তি হওয়ায় এখন নতুন করে কর আরোপের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT