করোনা জয় করলেন সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যনগর শাখা ম্যনেজার
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ১১:২৩, ৩০ জুন, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যনগর শাখা ম্যানেজার মো. রোকন উদ্দিন(৪২) কোভিড ১৯কে পরাজিত করে সুস্থ হয়েছেন। তাঁর বাড়ি পাশ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকায়। গত রোববার সকালে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা জয়ী ওই ব্যাংক কর্মকর্তাকে তাঁর করোনার ফলাফল নেগেটিভ আসার খবরটি মুঠোফোনে জানিয়েছেন। করোনাজয়ী ওই ব্যাংক কর্মকর্তা বলেন, সর্দিতে আক্রান্ত হওয়ায় করোনা হতে পারে এমন সন্দেহে আমি গত ৬জুন আমার স্ত্রী (৩৫), ছেলে (৫), মেয়ে (১১) এবং বাসায় গৃহকর্মীর কাজে নিয়োজিত (কাজের মেয়ে ১২) কে নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার নমুনা দিই। পরে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে প্রতিবেদন আসার পর গত ৯জুন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবীর সরকার আমাকে মুঠোফোনে জানান যে,করোনার পরীক্ষায় আমার ফলাফল পজেটিভ এসেছে। পরিবারের অন্যান্য সদস্যদের ফলাফল নেগেটিভ। খবরটি শুনতে পেরে প্রথমে আমার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেন। ভেতরে ভেতরে আমিও কিছুটা দূর্বল হয়ে যাই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের মনকে শক্ত করে নিজেদের বাসায় হোম আইসোলেশনে চলে যাই। পরে ২০জুন রাতে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবীর সরকার সাহেব আমার বাসায় এসে করোনার নমুনা নেন।পরে ২৮জুন সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুঠােফোনে আমাকে জানানো হয়েছে যে,করোনার পরীক্ষায় আমার ফলাফল নেগেটিভ এসেছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)সুবীর সরকার বলেন, করোনা পরীক্ষার ফলাফলে সোনালী ব্যাংক ম্যানেজার মো. রোকন উদ্দিনের ফলাফল নেগেটিভ এসেছে। তিনি এখন স্বাভাবিক চলাফেরা করতে পারবেন।