করোনার বিস্তাররোধে ময়মনসিংহের সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শনিবার রাত ১১:২৭, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
মহামারী কোভিড-১৯ করোনা বিস্তাররোধে স্থানীয়ভাবে গৃহীত উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত ডকুমেন্টশন দাখিল প্রতিযোগিতায় দৈনিক পত্রিকা ও সাংবাদিক ক্যাটাগরিতে দৈনিক যুগান্তর পত্রিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি মোঃ রইছ উদ্দিনকে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে জেলায় ১ম স্থান অধিকার করায় সম্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান।
আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমান এনডিসি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবদুল আলী, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী, স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম গালিভ খান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
এছাড়াও পত্রিকা ও সাংবাদিক ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহ প্রতিদিন, তৃতীয় ডেইলি বাংলাদেশ এর নান্দাইল প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকার। ময়মনসিংহ প্রতিদিনের পুরস্কার গ্রহণ করেন সম্পাদক ও প্রকাশক মোঃ ইদ্রিছ আলী খান।
উল্লেখ্য, মোঃ রইছ উদ্দিন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধির পাশাপাশি দৈনিক এশিয়ান এইজের উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজনের গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রতিবেদক ও দৈনিক ময়মনসিংহ কাগজের প্রতিবেদক।