ঢাকা (সকাল ৯:৪৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

করোনার কাছে হেরে পুলিশ পরিদর্শক সুমনের শেষ বিদায় চাঁপাইনবাবগঞ্জে

সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ০৮:০৯, ১৪ আগস্ট, ২০২০

শেষ পর্যন্ত প্রায় ২৫ দিন যুদ্ধ করে করোনার কাছে হেরে গেলেন পুলিশ পরিদর্শক (তদন্ত ) সুমন আলী (৩৮)। মৃত সুমন নাটোর জেলার বড়াইগ্রাম থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর কদমতলা গ্রামের আব্দুল লতিফের সন্তান এবং বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

প্রথম দফা করোনা রির্পোট নেগেটিভ আসলেও ২ আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তির পর তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পরে। এক পর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর ও পরে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখার পর ১৪ আগষ্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে মারা যান তিনি।

মৃত সুমনের লাশ গ্রামের বাড়ি শিবগঞ্জের কদমতলায় আসলে শোকের ছায়া নেমে আসে। বিকেলে স্বাস্থ্য বিধি মেনে জানাযা শেষে মৃত পুলিশ কর্মকর্তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মৃত কর্মকর্তার মরদেহে শ্রদ্ধা জানান, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খাঁন। পরে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদর্শন করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT