ঢাকা (রাত ৩:৫৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

করোনাভাইরাস : সেবা দিতে প্রস্তুুত মাউন্ট এডোরা ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল

করোনাভাইরাস : সেবা দিতে প্রস্তুুত মাউন্ট এডোরা ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল
নর্থইস্ট মেডিকেল কলেজ ও মাউন্ট এডোরা হাসপাতাল

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০১:০৬, ১৩ এপ্রিল, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটে করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে এসেছে বেসরকারি হাসপাতাল। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সিলেটের দুটি হাসপাতাল রোগীদের সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। নিজেদের হাসপাতাল তারা ছেড়ে দেবে কোভিড-১৯ আক্রান্তদের জন্য।

শনিবার করোনাভাইরাস প্রতিরোধ বিভাগীয় কমিটির সভায় সহযোগিতার এমন প্রতিশ্রুতি দিয়েছে তারা। সভায় জানানো হয় সিলেটে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়লে শুধুমাত্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। প্রয়োজন পড়বে আরও হাসপাতালের। পরিস্থিতি এমন হলে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও মাউন্ট এডোরা হাসপাতাল চিকিৎসায় এগিয়ে আসার ঘোষনা দেয়।

সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানান, প্রয়োজন হলে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল দুটি (আইসিইউ) বেডসহ পুরো নবমতলা করোনা ভাইরাস আক্রান্তদের জন্য ছেড়ে দেবে। ওই ফ্লোরে অন্তত ২০টি (আইসিইউ) বেড বসানো সম্ভব হবে।

এক্ষেত্রে সিলেটের অন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে (আইসিইউ) বেড এনে ওই হাসপাতালের নবম তলাটিতে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট করা হবে। এ ইউনিটে আইসিইউ বেডের সাথে থাকবে ভেন্টিলেশনেরও ব্যবস্থা।

এছাড়া আরেক বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরাও তাদের দুটি হাসপাতালের মধ্যে একটি কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য ছেড়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে। নগরীর নয়াসড়কস্থ হাসপাতালটি তারা করোনা আক্রান্তদের চিকিৎসায় ছেড়ে দিতে সম্মত হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, এই হাসপাতালে তিন ক্যাটাগরির রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

কোভিড-১৯ আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা, আইসোলেশন ও ভেন্টিলেশনের ব্যবস্থা করা হবে এই হাসপাতালে। এদিকে, করোনার চিকিৎসার জন্য নির্ধারিত সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও ৯টি আইসিইউ বেড, ভেন্টিলেশন ও কার্ডিয়াক মনিটর বসানোর কাজ শুরু হয়েছে। চলছে ভেন্টিলেশনের জন্য লাইন টানার কাজ।

এছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে ডিপটিউবওয়েল বসানোর কাজও এক দু’দিনের শুরু হওয়ার কথা রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT