ঢাকা (রাত ১২:০০) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার রাত ১১:৪৭, ২০ মার্চ, ২০২১

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়া, অধিদপ্তরটির আরও বেশ কয়েকজন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ডা. রোবেদ আমিন জানান, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের লাইন ডিরেক্টর মিজানুর রহমানসহ চার থেকে পাঁচজন আক্রান্ত হয়েছেন। তারা সবাই ভালো আছেন, কারও মধ্যে জটিল কোনো লক্ষণ বা উপসর্গ নেই।

তবে করোনাভাইরাসে আক্রান্ত অন্য কারও নাম তিনি জানাননি।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। সেই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT