ঢাকা (রাত ১:৩৫) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কক্সবাজারে নির্মিত দেশের বৃহৎ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ২৭৫৯ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ১১:১৩, ২২ জুলাই, ২০২০

শফিউল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সদরের খুরুশকুলে নির্মিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প আগামী ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্প’র আওতায় ২ শত ৫৪ একর জমিতে ২০ টি ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। বৃৃৃৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে বিতরণেরও কথা রয়েছে। এখানে আশ্রয় পাবে ৪৪০৯টি পরিবার। এ ছাড়া আরো থাকছে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্কুল, স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক, বিনোদনের জন্য পার্ক। পাশাপাশি প্রকল্প এলাকায় আশ্রয় পাওয়া মৎস্যজীবীদের কর্মসংস্থানের জন্য স্থাপত্যশৈলী ও আধুনিক নগরায়ন পরিকল্পনায় নির্মিত একটি শুটকি পল্লী। খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পটিকে মূল পর্যটন শহরের সাথে সংযোগের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা পর্যটকদের আকর্ষণ করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে বিমান বন্দরটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিলে বিমানবন্দরের আশেপাশের সরকারি খাস জমিতে বসবাসরত নাজিরারটেক, কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়াসহ কয়েকটি এলাকার বাসিন্দাদের স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়।  প্রকল্পটি বাস্তবায়নে সরকারের কয়েকটি বিভাগ সমন্বিতভাবে কাজ করেছে। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাঁকখালী নদী মোহনার পাশে নেয়া হয় খুরুশকূল ‘বিশেষ আশ্রয়ণ প্রকল্পের’ উদ্যোগ। পরে ২০১৭ সালের মার্চে কার্যাদেশের পর বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে দ্রুত এগিয়ে চলে এ প্রকল্পের কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে ২০টি ভবনের নির্মাণকাজ। যেখানে আশ্রয় পাচ্ছে ৬৪০টি উদ্বাস্তু পরিবার। এদিকে, ২৩জুলাই বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। আশ্রয়ণ প্রকল্পের অনুষ্ঠানস্থলে সাজ-সজ্জাসহ নানা প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এছাড়া নির্মিত ভবনগুলোতে পানি ও বিদ্যুতের লাইন সংযোগসহ প্রস্তুত করা হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থাও। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২৩জুলাই) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার খুরুশকুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ভবনগুলোর বসতঘর উপকারভোগীদের মাঝে বিতরণের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্লাটফরমের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT