ঢাকা (দুপুর ১২:২৪) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাম প্রকাশহীন দুই বিমান কর্মকর্তা বরখাস্ত 

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock শনিবার রাত ১০:৫৫, ৩১ জুলাই, ২০২১

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের অপেশাদারী আচরণে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক জামিলা চৌধুরীর যাত্রাভঙ্গের দায়ে ১ কর্মীকে সাময়িক বরখাস্ত ও আরেকজনকে প্রত্যাহার করা হয়েছে। তবে কাকে বরখাস্ত ও কাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

শনিবার বিমানের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ফ্লাইট মিস ও সৃষ্ট জটিলতার জন্য উল্টো ওই যাত্রীকেই অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার তদন্ত করতে আসবেন বিমানের জিএম পদবির এক কর্মকর্তা। এছাড়া ওই যাত্রীর ইচ্ছানুযায়ী বিমানের পরবর্তী ফ্লাইটে লন্ডন পাঠানো নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইটের বাংলাদেশ বিমানের বিজি-২০১ এর যাত্রী ছিলেন ভুক্তভোগী প্রবাসী জামিলা চৌধুরী। তার অভিযোগ ওইদিন তিনি ফ্লাইট মিস করেন এবং যুক্তরাজ্য যেতে পারেননি বিমান কর্মকর্তাদের অপেশাদার আচরণের কারণে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT