এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আজ
ডেক্স রিপোর্ট বৃহস্পতিবার রাত ০২:৪৬, ১৫ জুলাই, ২০২১
এ বছর এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত আকারে পরীক্ষা হবে, নাকি অটোপাস দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দিন দিন করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এই অবস্থায় সরকার ‘অটো পাস’ না দিয়ে অন্য যেকোনো উপায়ে মূল্যায়নের পরিকল্পনা করছে। এবার শিক্ষা বোর্ডগুলোও একেবারে ‘অটো পাস’ দিতে চায় না।
শিক্ষা মন্ত্রণালয়য়ের সুত্র বলছে, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোন সম্ভবাবনা নেই। কেননা, সরকারের পরিকল্পনা হলো শিক্ষার্থীদের পর্যাপ্ত টিকা দেওয়ার পর কোভিড সংক্রমণ ৫% এর নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া।