উৎসবমুখর পরিবেশে ‘বই বিতরণ উৎসব ২০২০’ উদযাপিত
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার রাত ১০:৫৫, ২ জানুয়ারী, ২০২০
মোঃইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি: শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রত্যহ স্কুল ও মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে ‘বই বিতরণ উৎসব ২০২০’ উদযাপিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে একযোগে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি শিক্ষার্থীদের মাঝে উৎসবের মাধ্যমে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। উৎসবে আনন্দে উল্লাসের সাথে শিক্ষার্থীদের সাথে অংশিধারিত্ব করেন শিক্ষার্থীর অভিভাবকরাও । বুধবার (০১ জানুয়ারি) রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে আজ সকাল ১০.৩০ টায় বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মাননীয় মেয়র জনাব আ, ই, মোঃ কামরান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বড়লখা উপজেলা পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব তাজ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব হামিদুর রহমান শিপলু। এদিন সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়,শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদরাসা, সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাবিজুরিপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল কিন্ডারগার্টেন, শাহবাজপুর প্রিক্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।