ঢাকা (বিকাল ৩:৫৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আবু সাঈদ সরকার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০১:৫৭, ২০ জুলাই, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে স্কুলের জন অভিভাবক সদস্য, এক জন সংরক্ষিত মহিলা সদস্য জন শিক্ষক প্রতিনিধি সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত ঘোষণা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার নুরেআলম সিদ্দিকি।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ সরকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসার ব্যবস্থাপনা পরিচালনা পরিষদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। শিক্ষানুরাগী ধর্মপ্রাণ মানুষ হওয়ায় স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানগণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাকে গুরুত্বপূর্ণ পদে আসীন করছেন। ছাড়াও সৎ, নিষ্ঠাবান স্বজন ব্যক্তি হিসেবে পরিচিত থাকায় উপজেলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।

আরও জানা গেছে, নাগড়াকুড়া দারুলউলুম দাখিল মাদরাসা, নারিকেল বাড়ী পূর্বছড়ার পাড় জামে মসজিদ নূরাণী মাদরাসার সভাপতি, উলিপুর কেন্দ্রীয় মসজিদমসজিদুল হুদাএর পরিচালনা পরিষদের সদস্য, তিস্তা নদী রক্ষা কমিটি জেলা শাখার প্রধান উপদেষ্টা, মানবতার ঘর পাঠাগারের উপদেষ্টা এবং একটানা ২৩ বছর থেকে উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার বলেন, তিনি শিক্ষানুরাগী, ধর্মপ্রাণ, সৎ, নিষ্ঠাবান ব্যক্তি হওয়ায় তাকে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচন করেছি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার নুরেআলম সিদ্দিকি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বচ্ছতার সহিত জন সদস্যর সর্বসম্মতিক্রমে, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT